গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রকল্প পরিচালকের কার্যালয়
আইসিটি শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে নেকটার এর
"ভৌত অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ" শীর্ষক প্রকল্প
নেকটার, বগুড়া।
৩০ দিন মেয়াদী আইসিটি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলীঃ
- আবেদনকারীকে তার প্রতিষ্ঠান প্রধান এবং প্রয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতির নিকট থেকে সম্মতি পত্র গ্রহণ পূর্বক আবেদন করতে হবে এবং আবেদন পত্রে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে।
- যাদের বয়স ৫২ বছরের উর্দ্ধে তাদের আবেদন করার প্রয়োজন নেই।
- গর্ভবতী নারী, হৃদরোগ, ডায়বেটিস, কিডনী জটিলতাসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত থাকলে তাদের আবেদন করার প্রয়োজন নেই।
- প্রশিক্ষণের ব্যাপারে যেকোন সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
- কর্তৃপক্ষ যে কোন সময় প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ শুরুর তারিখ পরিবর্তন, পরিমার্জন করতে পারবেন।
- প্রশিক্ষণার্থী মনোনোয়নের ক্ষেত্রে নেকটার কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।